ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব চালু রাখার নির্দেশ

প্রকাশিত: ১৫:১১, ৩১ জুলাই ২০২০

ঈদের ছুটিতে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব চালু রাখার নির্দেশ

অনলাইন রিপোর্টার ॥ ঈদের ছুটিসহ সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিন কোভিড-১৯ পরীক্ষার আরটিপিসিআর ল্যাব চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে। দেশে কোরাবানির ঈদের ছুটি শুরু হয়েছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের দিন, সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের সব পিসিআর ল্যাবরেটরি কার্যক্রম অব্যাহত রাখতে হবে।” অর্থাৎ, ছুটির সময়ও নমুন সংগ্রহ, নমুনা গবেষণাগারে পাঠানো এবং পরীক্ষার কাজ চালাতে হবে। বর্তমানে সারাদেশের ৮২টি পরীক্ষাগারে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৮ জনের।
×