ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় আমদানি পণ্য নিয়ে প্রথম কন্টেনার ট্রেন এলো বেনাপোল

প্রকাশিত: ২০:৫৪, ২৭ জুলাই ২০২০

ভারতীয় আমদানি পণ্য নিয়ে প্রথম কন্টেনার ট্রেন এলো বেনাপোল

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতীয় আমদানি পণ্য নিয়ে বেনাপোল এসেছে প্রথম কন্টেনার ট্রেন। পঞ্চাশটি সাইডডোর কন্টেনারবাহী এই ট্রেনটি রবিবার দুপুরে সীমান্তের ওপারের আনুষ্ঠিনিকতা শেষে বেনাপোলে প্রবেশ করে। দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে সড়কপথের পাশাপাশি রেলপথে স্বল্পপরিসরে আমদানি হলেও কন্টেনার ট্রেনযোগে আমদানির ঘটনা এটাই প্রথম। এর ফলে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে খরচ, সময় ও ভোগান্তি কমলো। নিশ্চিত হবে পণ্যের নিরাপত্তাও। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, প্রথম আসা কন্টেনারবাহী ট্রেনটিতে কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়ার ৫০টি সাইটডোর কন্টেনারে পি এ্যান্ড জি বাংলাদেশ লিমিটেডসহ আটটি প্রতিষ্ঠানের ৬৪০ টন পণ্য বহন করে নিয়ে আসে। এপারে কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে টিসিআই বাংলাদেশ লিমিটেড ও এম এম ইন্টারন্যাশনাল কার্যক্রম পরিচালনা করছে। পণ্য চালানটি বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কাগজপত্র স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে দ্রুত পণ্য খালাস করা হবে। এদিকে ভারত থেকে আসা প্রথম কন্টেনার ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা সেটা গ্রহণ করেন। ফুল ছিটিয়ে স্বাগত জানান তারা। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, এতে দু’দেশের মধ্যে বাণিজ্য আরও সহজতর হলো। তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবেন। ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের স্থলবন্দর উপ-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এই পরিষেবার মাধ্যমে সেই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। রেল কন্টেনারে আমদানির ফলে ব্যবসায়ীরা লাভবান হবেন। রেলে কন্টেনারের মাধ্যমে পণ্য আমদানি হলে আমদানিকারকের পণ্যের নিরাপত্তাসহ সময় ও খরচ উভয় বাঁচবে। কলকাতার মমিনপুর হতে গত শুক্রবার ২৪ জুলাই ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। মাত্র একদিনের ব্যবধানে ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছে। অথচ সড়কপথে আসতে নানা ভোগান্তির কারণে প্রায় একসপ্তাহ থেকে মাসাধিককালও লেগে যায়। আমদানি পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে নানা ভোগান্তি ও চাঁদাবাজিরও শিকার হয়।
×