অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে শর্ত সাপেক্ষে দেশের উভয় শেয়ারবাজারের মূল বোর্ডে সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হতে যাচ্ছে। ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয় স্টক এক্সচেঞ্জকে বৃহস্পতিবার চিঠি দিয়েছে। জানা গেছে, লেনদেনে চালু করতে বিএসইসির সহকারী পরিচালক মাহমুদা শিরিনের স্বাক্ষরিত চিঠি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের নিকট পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যে কোন দিন থেকে সোনালী পেপারের লেনদেন মূল মার্কেটে চালু করতে পারবে। তবে কোম্পানিটির পরিচালকদের সব শেয়ার এক বছরের জন্য লক-ইন থাকবে। লেনদেনের প্রথম দিন থেকে এই সময় ধরা হবে। এদিকে একটি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যে কোন দিন লেনদেন শুরু করতে পারে উভয় বাজারের কর্তৃপক্ষরা। ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদ সোনালী পেপারকে ওটিসি থেকে মূল মার্কেটে লেনদেনের অনুমোদন দিলেও লেনদেন শুরু হয়নি।