ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাদুর শহরে খেলবেন সিমোনা

প্রকাশিত: ২৩:৫১, ২৪ জুলাই ২০২০

জাদুর শহরে খেলবেন সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোর্টে ফিরতে যাচ্ছে বিশ্ব টেনিস। আগামী সপ্তাহেই শুরু হবে পালের্মো ওপেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় সবধরনের টেনিস টুর্নামেন্ট স্থগিত করার পর এটাই হবে আন্তর্জাতিক টেনিসের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলবেন বিশ্বের নামী দামী খেলোয়াড়রা। এর মাধ্যমে কোর্টে ফেরার ঘোষণা আরও আগেই দিয়েছিলেন সিমোনা হ্যালেপ। তবে নতুন খবর হলো পালের্মো ওপেনের পর ডব্লিউটিএ প্রাগ ক্লে কোর্ট টুর্নামেন্টেও অংশগ্রহণ করবেন রোমানিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। এক ভিডিও বার্তায় জাদুর শহর প্রাগে খেলার কথা নিশ্চিত করেন উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। এ প্রসঙ্গে দুটি গ্র্যান্ডস্লামের মালিক সিমোনা হ্যালেপ বলেন, ‘হ্যালো! কেমন আছেন সবাই? প্রাগের জাদুর শহরের এই টুর্নামেন্টে খেলার জন্য কিছুতেই যেন তর সইছে না আমার। আশাকরি আগস্টেই সবার সঙ্গে দেখা হবে।’ আগস্টের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১০ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১৬ তারিখ পর্যন্ত। তার আগে ৩রা আগস্ট থেকে শুরু হবে পালের্মো ওপেন। করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে সবধরনের টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়। এরপর এই পালের্মো ওপেন দিয়েই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টেনিস। করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বই স্থবির হয়ে পড়েছিল। লকডাউনের সিদ্ধান্ত নেয় বিশ্বের প্রায় বেশিরভাগ দেশ। ঘরবন্দী জীবনযাপন করতে শুরু করে সাধারণ মানুষ। তবে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হলে আবারও স্বাভাবিক হতে শুরু করে বিশ্ব। বিশ্ব ক্রীড়াঙ্গনের গল্পটাও প্রায় অভিন্ন। স্থগিত হয়ে পড়ে সবধরনের টুর্নামেন্ট। ফুটবল ক্রিকেট অবশ্য ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে। এখন অপেক্ষা টেনিস খেলোয়াড়দের কোর্টে ফেরার। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে উইম্বলডন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম বাতিল করা হয় বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদার এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। তবে আগস্টের শেষ সপ্তাহে শুরু হবে ইউএস ওপেন। সে জন্য থাকবে কড়া বিধি-নিষেধ। যে কারণে বিশ্বের অনেক টেনিস তারকাই ইউএস ওপেনে খেলার ব্যাপারে সংশয় প্রকাশ করছেন। তবে এরই মধ্যে সিমোনা হ্যালেপ পালের্মো ওপেন এবং প্রাগ ওপেনে খেলার যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিঃসন্দেহে সকল খেলোয়াড়দের জন্যই অনুপ্রেরণার। কেননা করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া টেনিস টুর্নামেন্ট শুরুর পরপরই ব্যাক টু ব্যাক দুটি ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার ঘোষণা দেয়া মোটেও চাট্টিখানি কথা নয়। সিমোনা হ্যালেপের পর প্রাগ ওপেনে খেলা নিশ্চিত করেছেন ইউজেনি বাউচার্ডও। এই দুই তারকা খেলোয়াড়ই প্রথম প্রাগে যাওয়ার টিকেট নিশ্চিত করেছেন। সাবেক শীর্ষ পাঁচ নম্বরে উঠা কানাডিয়ান তারকা বাউচার্ড অবশ্য খেলবেন ওয়াইল্ডকার্ড নিয়ে। এভাবে টুর্নামেন্টে সুযোগ করে দেয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বাউচার্ড জানালেন করোনাভাইরাসের বাধা জয় করে আবারও কোর্টে ফেরা নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। এর পেছনে কারণও রয়েছে। প্রাগে যে এটাই হবে তার প্রথম কোন টেনিস টুর্নামেন্ট। এ প্রসঙ্গে ইউজেনি বাউচার্ড বলেন, ‘আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত...। সত্যি কথা বলতে এর আগে কখনই প্রাগে যাওয়া হয়নি আমার। আমি শুনেছি এটা চমৎকার একটা শহর। যে কারণেই সেখানে খেলতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি আমি। সেখানে যখন যাব আশাকরি শহরের সৌন্দর্য খুঁজে বের করতে পারব।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত পেইজে প্রকাশিত এক ভিডিওবার্তায় বাউচার্ড এ সময় আরও বলেন, ‘দুর্দান্ত এই ইভেন্টে খেলার জন্য ওয়াইল্ড কার্ড প্রদানের মাধ্যমে আমাকে খেলার সুযোগ করে দেয়ায় টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষের প্রতি আমি ধন্যবাদ জানাই।’
×