ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে উঠছেন দাবাড়ু শামীম

প্রকাশিত: ১৯:৪১, ২৩ জুলাই ২০২০

সুস্থ হয়ে উঠছেন দাবাড়ু শামীম

স্পোর্টস রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোহাম্মদ শামীম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। গত ১৭ জুলাই মাঝরাতে শামীম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে পর দিন সকালেই তিনি ওই হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন টেস্ট করালে জাতীয় আরবিটার শামীমের গলব্লাডারে পাথরের অস্তিত্ব পাওয়া যায়। যা দ্রুত অপসারণ না করালে বিপদ ঘটতে পারে বলে চিকিৎসক অভিমত ব্যক্ত করেন। ঢাকা প্রথম বিভাগ দাবা লিগের মীর চেস ক্লাবের অধিনায়ক শামীম অনেকদিন ধরেই মাঝে মধ্যে ব্যথা অনুডব করতেন। সেটিকে তিনি গ্যাস্টিকের সাধারণ ব্যথা ভেবে ততটা গুরুত্ব দেননি। বেশকিছু টেস্ট করানোর পর ২০ জুলাই বিকেলে এই কৃতী দাবাড়ুকে গলব্লাডারে অপারেশন করা হয়। বতর্মানে তিনি সুস্থ হয়ে উঠছেন। শামীম তার সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন।
×