ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মধুপুরে এক পরিবারের ৪ জনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৫৩, ১৮ জুলাই ২০২০

মধুপুরে এক পরিবারের ৪ জনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ জুলাই ॥ জেলার মধুপুরে একই পরিবারের ৪ জনের ক্ষতবিক্ষত ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মধুপুর পৌর এলাকার পল্লী বিদ্যুত রোডের পশ্চিম মাস্টারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গোলাবাড়ি পোদ্দারবাড়ি ১নং ওয়ার্ডের গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন ওরফে বুচি (৩৭), ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, গনি মিয়া বছর খানেক আগে মাস্টারপাড়া এলাকায় নতুন বাড়ি করে সেখানেই বসবাস করতেন। গত দু’দিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তালা ভেঙ্গে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখে। নিহত গনি মিয়া দম্পতির আরেক মেয়ে সোনিয়া মর্মান্তিক এ ঘটনার খবর শুনে ছুটে আসেন বাবার বাড়িতে। এলাকাবাসী ও মেয়ে সোনিয়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, দু’দিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেঁতলানো ছিল। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত একটি কুড়াল উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩টি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। একটি কক্ষে দুটি লাশ এবং বাকি দুটি কক্ষে একটি করে লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
×