ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বজ্রপাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রকাশিত: ২৩:২৮, ১৩ জুলাই ২০২০

রাজশাহীতে বজ্রপাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে নাদিরা বেগম (৩৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। নিহত নাদিরা বেগম উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের কন্যা বলে জানা গেছে। স্বামী পরিত্যক্ত এই নারী বাবার বাড়িতেই থাকতেন বলে জানা গেছে। নাদিরা বেগমের স্বজন ও প্রতিবেশীরা জানান, রবিবার সকালে বাড়ির অদূরে মাঠে ছাগল চরাতে গিয়েছিল নাদিরা বেগম। দুপুর দুইটার দিকে আকাশে মেঘ দেখে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নাদিরার শরীর ঝলসে যায়। ফলে ঘটনাস্থলেই নাদিরা মারা যায়। পরে গ্রামের লোকজন মরদেহ মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়। নাদিরা শারীরিক প্রতিবন্ধীও ছিলেন। এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকত সে। বাগেরহাটে দিনমজুর স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলা সদরের কামরাঙ্গা গ্রামের নিজ বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে তিনি নিহত হন। নিহত সোহাগ গাজী কামরাঙ্গা গ্রামের খাদেম গাজীর ছেলে। রামপাল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন সোহাগ গাজী। এ সময় বাড়ির সামনে এলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগ গাজী মারা যান।
×