ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্টিনেজকে নয়, নেইমারকেই নেয়া উচিৎ বার্সেলোনার ॥ রিভালদো

প্রকাশিত: ১১:১১, ১০ জুলাই ২০২০

মার্টিনেজকে নয়, নেইমারকেই নেয়া উচিৎ বার্সেলোনার ॥ রিভালদো

অনলাইন ডেস্ক ॥ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে সময়টা সাফল্যে ভরাই ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের জুনিয়রের জন্য। তবে সবাইকে হতাশায় ডুবিয়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে তিনি চলে গিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। তার স্বদেশি কিংবদন্তি রিভালদো চাইছেন বার্সেলোনা যেন নেইমারকে ফিরিয়ে আনে। নতুন মৌসুমের দলবদলে বার্সেলোনার এক নম্বর টার্গেট এখন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে আলো ছড়াচ্ছেন ২২ বছর বয়সী মার্টিনেজ। ভবিষ্যতে লম্বা সময়ের জন্য সার্ভিস পাওয়ার আশায় তাকে দলে নিতে চায় বার্সেলোনা। তবে ক্লাবটির সাবেক তারকা খেলোয়াড় ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো মনে করেন, মার্টিনেজকে নয়, বার্সেলোনার উচিৎ নেইমারকেই ফিরিয়ে আনা। কারণ এতে করে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় লিওনেল মেসির ওপর থেকে চাপ কমে যাবে অনেকাংশে। বেটফেয়ারকে রিভালদো বলেছেন, ‘সম্প্রতি মার্টিনেজের রিলিজ ক্লজের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই এখন ইন্টার তার জন্য আরও বেশি টাকা চাইতে পারে। পাশাপাশি তারা চায় চুক্তির মেয়াদ বাড়িয়ে ক্লাবেই রেখে দিতে। তাই আমি মনে করি বার্সেলোনার এখন নেইমারকে দলে ফেরানোর দিকেই মনোযোগ দেয়া উচিৎ।’ তিনি আরও বলেন, ‘পিএসজি থেকে ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরানোর আলোচনায় লিও মেসিও আগ্রহী হতে পড়ে। আমি মনে করি নেইমার এখন মেসির সঙ্গে যোগ দিলে দলটি আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে। যেমনটা কয়েক বছর আগে একসঙ্গে অনেক শিরোপা জিতেছিল।’ এছাড়া নেইমার এলে মেসির বিশ্রামেরও সুযোগ পাওয়া যাবে জানিয়ে রিভালদো বলেন, ‘বার্সেলোনার জন্য নেইমারই এখন সেরা দলবদল হতে পারে। কারণ সে পুরো স্কোয়াডকে উজ্জীবিত করতে পারে এবং ম্যাচের ফল নির্ধারণেও ভূমিকা রাখে। যা কি না মাঝেমধ্যে মেসিকে খানিক বিশ্রামও দেবে।’
×