ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনা সংক্রমণ ছাড়াল ১১ হাজার

প্রকাশিত: ২৩:৩৩, ১০ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনা সংক্রমণ ছাড়াল ১১ হাজার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৫৯ জনসহ সংক্রমণ ছাড়িয়েছে ১১ হাজার। মৃত্যুবরণ করেছেন আরও ছয়জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়। এদিন করোনায় মৃত্যুবরণ করেছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, বুধবার ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে এক হাজার ২৬৫। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫৯ জন। আক্রান্তের হার ২০ দশমিক ৪৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৭৬ জন মহানগর এলাকার, ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন মৃত্যু হয়েছে আরও ছয়জনের, যা নিয়ে মৃত্যু সংখ্যা উন্নীত হয়েছে ২১০ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। চট্টগ্রামে মোট করোনামুক্ত হয়েছে এক হাজার ৩২৪ রোগী। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, বুধবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষায় ৩৯, ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ২৭৬ নমুনা পরীক্ষায় ৩৮, সিভাসু ল্যাবে ২০৬ নমুনা পরীক্ষায় ২৮, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৩৭ নমুনা পরীক্ষায় ৪২ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ১৩২ নমুনা পরীক্ষায় ৩৮ ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৪ নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মহানগরের বাইরে এদিনও সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে হাটহাজারীতে। এ উপজেলায় ২০ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া রাউজানে ১৭, চন্দনাইশে আট, সাতকানিয়া ও মীরসরাইয়ে ছয়জন করে, পটিয়ায় পাঁচজন, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও সীতাকুন্ডে চারজন করে, বাঁশখালীতে তিনজন এবং বোয়ালখালীতে দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩১ জন। এর মধ্যে সাত হাজার ৬৭৮ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং তিন হাজার ৩৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৪ জন। করোনায় সেনা কর্মকর্তার মৃত্যু ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন সেনাবাহিনীর লে. কর্নেল আনোয়ারুল আজিম। তার বাড়ি সন্দ্বীপের মগধরা ইউনিয়নে। বৃহস্পতিবার সকালে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লে. কর্নেল আনোয়ারুল আজিম করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৬ জুন তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। নিবিড় পরিচর্যা ও চিকিৎসায় অনেক চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। লে. কর্নেল আনোয়ারুল আজিম রোহিঙ্গা সঙ্কটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটেলিয়নের অধিনায়ক ছিলেন। এছাড়াও তিনি বিজিবি চট্টগ্রাম রিজিয়নের লজিস্টিক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ নেতার মৃত্যু ॥ করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চকবাজার ওয়ার্ড সভাপতি আবদুর রহমান (৭২)। তিনি মহানগরীর বেসরকারী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে মারা যান। নগরীর কাপাসগোলার জামতলা জামে মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
×