ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনার এ সময়ে

প্রকাশিত: ২২:৪৩, ৩ জুলাই ২০২০

করোনার এ সময়ে

* সাধারণ জনগণের করোনার বিরুদ্ধে ইমিউনিটি ধারণার চেয়ে একটু বেশি দেখা যাচ্ছে পশ্চিমা দেশগুলোর পরীক্ষাতে। * এন্টিবডি ছাড়া প্রচুর ‘টি সেল’ দেখা যাচ্ছে করোনা আক্রান্তদের শরীরে। * করোনা ভাইরাস আক্রমণ এন্টিবডি প্রতিহত করতে চেষ্টা করে। না পারলে করোনা শরীরে আবাসভূমি তৈরি করে। * ‘টি সেল’ সেই আক্রান্ত সেলে সেলে যুদ্ধ করে। রোগের বিস্তার প্রতিহত করে। * তবে জনগোষ্ঠীর যে এখনই ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত হয়ে গেছে তা বলা যাচ্ছে না। * সামনে তাই তাকিয়ে রইলাম অন্য আশায়। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×