ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাকিস্তান ক্রিকেট দল

আর্চারকে হুমকি মানছেন ইউনুস খান

প্রকাশিত: ২১:১৯, ৩০ জুন ২০২০

আর্চারকে হুমকি মানছেন ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা টেস্ট নিয়ে ব্যাপক নাটকীয়তার পর ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। খেলোয়াড় সংখ্য ২০, প্রধান কোচ মিসবাহ উল হক, ব্যাটিং কোচ ইউনুস খান, বোলিং কোচ ওয়াকার ইউনুসহ সাপোর্টিং স্টাফে সদস্য আরও ১১ জন। অর্থাৎ ৩১ সদস্যের বিশাল বহর নিয়ে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পাঠানো চার্টার্ড বিমানে রবিবার ম্যানচেস্টার বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান। সফরকারীদের প্রথমে উস্টারশায়ারে নিয়ে যাওয়া হবে। নিয়ম অনুযায়ী যেখানে সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এই বহরের সঙ্গে ছিলেন না শেষ মুহূর্তে করোনা নেগেটিভ হওয়া মোহাম্মদ হাফিজসহ ছয় ক্রিকেটার। পরবর্তীতে যোগ দেবেন তারা। ইংল্যান্ড সফরের মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে ইউনুস খানের। দেশটির ইতিহাসের অন্যতম সফল এ ব্যাটসম্যানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইংলিশ শিবিরে থাকা কৃষ্ণাঙ্গ পেসার জোফরা আর্চারকে নিয়ে সতর্ক তিনি। ‘আর্চার সত্যিকারের ম্যাচ উইনার এবং প্রতিপক্ষের জন্য হুমকি। তার চাপ নেয়ার ক্ষমতা অনেক, যেটা বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ সুপার ওভার করে সে প্রমাণ করেছে। তাকে নিয়ে চারপাশে যে আলোড়ন এটা তার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আমি ব্যাটসম্যানদের বলেছি, শরীরের কাছ থেকে খেলতে এবং ব্যাক ফুটে খেলতে। কারণ তার ইনসুইংগার হতে পারে খুবই বিপজ্জনক’ বলেন ইউনুস। ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে অভিষেক আর্চারের। সেই থেকে বছর না পেরোতেই ইংল্যান্ড জাতীয় দলের প্রধান অস্ত্র হয়ে ওঠেন তিনি। ৪৪ বছরের অপেক্ষা শেষে ইংলিশদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও একটি টি২০ খেলা আর্চার পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ড ও টেস্ট ক্রিকেটের অন্যতম দুই সেরা পেসার জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলেই মনে করছেন ইউনুস খান। সদ্য দায়িত্ব পাওয়া পাকিস্তান ব্যাটিং কোচ মনে করছেন, ইংল্যান্ডে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হবেন এই পেসার। এখন পর্যন্ত রঙিন পোশাকের আর্চারকে তিনবার মোকাবেলা করলেও টেস্টে প্রথমবারের মতো তার মুখোমুখি হবে পাকিরা। পাকিস্তানের হয়ে কাজ করতে মুখিয়ে থাকা ইউনুস যোগ করেন, ‘আমার কাছে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু হতে পারে না। ইংল্যান্ড সফরের মতো চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর সময়ে আবারও এমন সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। পাকিস্তান দলে অসাধারণ প্রতিভার কিছু তরুণ ক্রিকেটার আছে, যারা অনেক কিছু অর্জন করতে পারে। মাঠে এবং মাঠের বাইরে যতখানি সম্ভব কোচিং ও নির্দেশনা দেয়ার চেষ্টা করব।’ উস্টারশায়ারে ইসিবির তত্ত্বাবধানে পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সবাইকে আবারও করোনা টেস্ট করা হবে। ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু প্রথম টেস্ট। পরের দুটি টেস্টই সাউদাম্পটনে (১৩ আগস্ট ও ২১ আগস্ট থেকে)। এখানেই অনুষ্ঠিত হবে তিনটি টি২০ (২৯ আগস্ট, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর)।
×