ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আল্টিমেটাম

প্রকাশিত: ২২:১০, ২৯ জুন ২০২০

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের আল্টিমেটাম দিয়ে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেছে খুলনা অঞ্চলের শ্রমিক নেতারা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার বেলা ১১টায় খালিশপুর শিল্পাঞ্চলের জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ সোমবার সকাল ৯টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক-কর্মচারীদের সন্তানদের নিয়ে অবস্থান ও ৩০ জুন ২টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচীর আল্টিমেটাম দেয়া হয়। এই সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ১ জুলাই দুপুর ২টা থেকে রাষ্ট্রায়ত্ত সকল জুটমিলের গেটে শ্রমিক-কর্মচারীদের সন্তানদের নিয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আঃ হামিদ সরদার। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ মিল কলকারখানা চালু করে মৃত নগরী খুলনাকে জীবিত করেছেন। শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। লোকসানের অজুহাত দেখিয়ে সারাদেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের জন্য চক্রান্ত চলছে। সংবাদ সম্মেলনে মিলগুলোকে আধুনিকায়ন করে উৎপাদন অব্যাহত রেখে পাট শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দাবি না মানলে আন্দোলনের কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাহানা শারমিন।
×