ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৭, ২৯ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীতে ৭ জন, নারায়ণগঞ্জে ৩ জন, সাতক্ষীরায় ২ জন, কিশোরগঞ্জে একজন, নওগাঁয় একজন, সিলেটে একজন, যশোরে একজন, পিরোজপুরে একজন এবং গাইবান্ধায় একজন রয়েছেন। বিভিন্ন জেলায় মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, প্যাথলজি মালিক এবং প্রবীণ আ’লীগ নেতা রয়েছেন। করোনার কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ১১৬ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৩১ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে একদিনে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত তারা মারা যান। এদের মধ্যে চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস। হাসপাতালের মারা যাওয়া রোগীরা হলেন- রাজশাহী মহানগরীর আমবাগান এলাকার সাইদুর রহমান (৪৫), শিরোইল কলোনি বড় মসজিদ এলাকার সিয়ামুল হক (৬০), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রাবেয়া বেগম (৬৫) এবং ঘোষপাড়া এলাকার মোঃ খোকন (৪০)। এদের মধ্যে খোকন ও সাইদুর মারা গেছেন হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে। সাইদুর ছিলেন ২৯ নম্বর ওয়ার্ডে। আর রাবেয়া বেগম ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। মৃত অন্য তিনজন হলেন- রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ গ্রামের মকবুল হোসেন (৭৫), রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) মাজারে আসা যশোরের অভয়নগরের আশরাফুল ইসলাম (৪৮) এবং বোয়ালিয়া থানা এলাকার সুভাষ চন্দ্র সাহা (৫০)। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রূপগঞ্জ উপজেলায় ৫৫ বছরের এক পুরুষ ও ৬৫ বছরের এক নারী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২৬ বছরের এক নারী মারা যায়। জেলায় করোনাভাইরাসে মোট ১১৩ জনের মৃত্যু হলো।
×