ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা একডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান

প্রকাশিত: ১৮:১২, ২৮ জুন ২০২০

বাংলা একডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান

অনলাইন রিপোর্টার ॥ বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। তিনি সদ্য প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। আজ রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব ও অন্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান প্রয়াত হন। এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×