ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের ভুতুড়ে বিলে জনগণের রক্ত টানছে ॥ রিজভী

প্রকাশিত: ২২:০১, ২৮ জুন ২০২০

বিদ্যুতের ভুতুড়ে বিলে জনগণের রক্ত টানছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের ভুতুড়ে বিলের মাধ্যমে সরকার জনগণের রক্ত টানছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন (সংশোধন) বিল জাতীয় সংসদে উত্থাপনের প্রতিবাদে ‘ফিউচার অব বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকার অনেক মানুষ আমাদের জানিয়েছেন, যেখানে বিদ্যুত বিল হওয়ার কথা ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২শ’ টাকা, সেখানে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বিল আসছে। এই ভুতুড়ে বিলের অনেক তথ্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও ছাপা হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই, সরকার এদিকে তাকাচ্ছে না। তারা গায়ের জোরে বছরে কয়েকবার করে বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে।
×