ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেগুনবাগিচায় বারডেমে, পুরান ঢাকায় পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০০:৫০, ২৬ জুন ২০২০

সেগুনবাগিচায় বারডেমে, পুরান ঢাকায় পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশুদের বিশেষ সেবা দিতে তৈরি বারডেম-২ শাখায় এবং পুরান ঢাকার একটি পলিথিন কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ নামে পরিচিত মহিলা ও শিশু হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার জনকণ্ঠকে জানান, বেলা সাড়ে এগারোটার দিকে আগুন লাগে। ১৪ তলা হাসপাতালটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে পরিত্যক্ত কিছু জিনিসপত্র থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গেলে আগুন আর ছড়াতে পারেনি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। যদিও হাসপাতাল হওয়ার কারণে সেখানে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আগুনে বড় ধরনের কোন ক্ষতিও হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকা-ের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল দশটার দিকে পুরান ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একঘণ্টারও অধিক সময় কারখানায় আগুন লাগলেও তা ছড়াতে দেয়নি দায়িত্বরতরা। এজন্য আশপাশের কোন কিছুতে আগুন ছড়াতে পারেনি। তবে আগুনে আশপাশের দোকান, কারখানা ও বাসা বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক কাজ করেছে। অনেকেই আগুনে কথা শুনে আর চকবাজারের চুড়িহাট্টার সেই ভয়াবহ অগ্নিকা-ের কথা স্মরণ করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
×