ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফিরে গেছেন ২৪৬ ফরাসী

প্রকাশিত: ০১:০২, ২৫ জুন ২০২০

ফিরে গেছেন ২৪৬ ফরাসী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশী বংশোদ্ভূত ২৪৬ ফরাসী নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে প্যারিস গেছেন। বুধবার বেলা ১১টা ৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটটি ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দেশে বেড়াতে এসে করোনাভাইরাসের কারণে এসব ফরাসী নাগরিক আটকা পড়েন। ঢাকার ফরাসী দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে ফ্রান্স গেছেন এসব ফরাসী নাগরিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশী। করোনার প্রাদুর্ভাবের আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
×