ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মায় নৌকাডুবি

নিখোঁজ দুই কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:১৯, ২৪ জুন ২০২০

নিখোঁজ দুই কৃষকের লাশ উদ্ধার

সংবাদদাতা, লালপুর, ২৩ জুন \ নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে সেলিম রেজা (১৮) ও পুকিন (৩৫) নামের দুই কৃষক নিখোঁজ হওয়ার দুই দিন পরে লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা জেলার সাঁড়া ও দাদাপুরের চর এলাকায় পদ্মা নদীর পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করেছে বলে জানা যায়। উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের পুত্র সেলিম ও একই গ্রামের ছইমুদ্দিনের পুত্র পুকিন। উল্লেখ্য, রবিবার বিকেলে লালপুর উপজেলার পদ্মা নদীর চর থেকে চিনা বাদাম নিয়ে নৌকাযোগে আসার পথে নরুল্লাপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে ওই দু’জন নিখোঁজ হয়। পরে লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়া গেলে সোমবার দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আক্রান্ত আইনজীবী পরিবারের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ জুন \ কটিয়াদীতে আইনজীবী পরিবারের ওপর হামলার ঘটনায় তিনদিনেও কেউ গ্রেফতার হয়নি। উল্টো আইনজীবীর পরিবারের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ সেলিম উদ্দিনের দায়ের করা মামলার প্রধান আসামি জিহাদুল ইসলাম বাবুল বাদী হয়ে এ্যাডভোকেট সেলিম উদ্দিন এবং তার দুই ছেলে শিক্ষানবিস আইনজীবী ফজলুল করিম ওয়াসিম ও আয়কর আইনজীবী আতাউল করিম তানিমকে আসামি করে কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে আইনজীবীর বাসায় হামলা চালিয়ে আহত করার ঘটনায় কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল আসামি গ্রেফতার না করে উল্টো আসামিপক্ষের সাজানো মামলায় আক্রান্ত আইনজীবী ও তার দুই পুত্রকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল বলেন, কোন একপক্ষের ওপর হামলা হয়নি। দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তাই দুপক্ষেরই মামলা নেয়া হয়েছে।
×