ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিয়াম -পরীমনির ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

প্রকাশিত: ০০:২৯, ২৩ জুন ২০২০

সিয়াম -পরীমনির ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকার সিনেমার জনপ্রিয় ও ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। চলতি বছরের মার্চে সুন্দরবনে শূটিংয়ে গিয়ে আটকা পড়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঐ সময়ে লঞ্চে ভাসমান দিনগুলোতে তখনই খাতা-কলম নিয়ে বসেছিলেন তিনি। শুরু করেন সিনেমার জন্য গল্প লেখা। সেখানেই শেষ নয়, এপ্রিলের শুরুতে ঢাকায় ফিরে ইতি টানেন গল্পটির। সেই রেশ এখনও চলছে। শেষ করেছেন আরও একটি গল্প। তাই সবকিছু মিলিয়ে এবার নতুন পরিচয়ে দেখা যেতে পারে সিয়ামকে। সিয়াম বলেন, অনেক সময় অনেক ক্যারেক্টার মাথায় এসেছে। অনেক গল্পও ভেবেছি। সেগুলো লেখার সময় পাইনি। এখন অবসরে গল্প পড়তে গিয়েও অনেক কনসেপ্ট মাথায় আসছে। সবকিছু মিলিয়ে একটা সুন্দর গল্প দাঁড় করানোর চেষ্টা করেছি। আপাতত দুটো গল্প লিখে ফেলেছি সিনেমার জন্য। শুধু কি গল্প-চিত্রনাট্য নাকি প্রযোজনাতেও দেখা যাবে তাকে-এমন জানতে চাওয়ায় এ তারকার ভাষ্য, মানুষের স্বপ্নের কোন শেষ নেই। স্বপ্ন দেখতে তো কষ্ট নেই। দেখা যাক আগামীতে কী হয়। গণ মার্চে পরিচালক আবু রায়হান জুয়েলের ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শূটিং করেন সিয়াম আহমেদ। এতে তার সহশিল্পী পরীমনি। টানা কয়েক সপ্তাহ শূটিং করার পর করোনার কারণে এটি বন্ধ করে দিতে হয়। এর দৃশ্য ধারণ হয় সুন্দরবন অঞ্চলে। এর পর টানা ২০দিন লঞ্চে ভাসমান অবস্থায় আটকা পড়েন তারা। গণ এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরে আসেন।
×