ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক

প্রকাশিত: ২০:১৭, ২২ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। সর্দি ও গলাব্যথা উপসর্গ থাকায় তিনি নমুনা পরীক্ষা করেন। সোমবার দুপুরে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি সুস্থ আছি। কিছুটা ঠাণ্ডাজনিত সমস্যা আছে। সঙ্গে হাল্কা গলাব্যথা। অন্য কোনো উপসর্গ নেই। আইসোলেশনে আছি এখন। ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন শুরু করেছি। মানসিকভাবে চাঙা আছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া চাই।
×