ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় ব্রাজিলে ৫০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা

প্রকাশিত: ১০:৪৮, ২২ জুন ২০২০

করোনায় ব্রাজিলে ৫০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেল ব্রাজিল। ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই।বিশেষজ্ঞরা বলছে ব্রাজিলে এখনো সর্বোচ্চ সংক্রমণ বা পিক আসেনি। এদিকে করোনাভাইরাসের উঠতি সংখ্যা ব্রাজিলে দমাতে পারেনি আন্দোলন। জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে দেশটিতে। হাজারো মানুষ জড়ো হয়ে রাস্তায় নেমেছে। এই সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন। জেইর বলসেনারোর বড় ছেলে গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে। সূত্র : বিবিসি বাংলা
×