ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২১ বিচারক করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:৪২, ২২ জুন ২০২০

২১ বিচারক করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানিয়েছে আইন মন্ত্রণালয়। রবিবার আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইন মন্ত্রণাল আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের ২০ জুন রাত ৯টা ৪৫ মিনিট পযন্ত পাওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামক এক অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন। তবে তার করোনা টেস্টিং রিপোর্ট এখনও পাওয়া যায়নি।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।
×