ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেভানডোস্কির রেকর্ডে জয় চ্যাম্পিয়ন বেয়ার্নের

প্রকাশিত: ২১:২৫, ২২ জুন ২০২০

লেভানডোস্কির রেকর্ডে জয় চ্যাম্পিয়ন বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচেই শিরোপা জয়ের উল্লাস করেছে বেয়ার্ন মিউনিখ। যে কারণে তাদের শেষ দুটি ম্যাচ নিছকই আনুষ্ঠানিকতা। যার প্রথমটা বাভারিয়ানরা সেরেছে শনিবার রাতে। জার্মান বুন্দেসলিগায় ৩৩তম রাউন্ডের ম্যাচে ফ্রেইবার্গকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক বেয়ার্ন মিউনিখ। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় দলের হয়ে জোড়া গোল করেন রেকর্ডগড়া পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। অন্য গোলটি করেন জোসুয়া কিমিচ। এই জয়ে ৩৩ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বেয়ার্নের পয়েন্ট ৭৯। গত মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন মুলার-নিউয়েররা। চলতি মৌসুমে লীগে আর একটি করে ম্যাচ বাকি আছে বেয়ার্নসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকা বেয়ার্ন ১৫ মিনিটে এগিয়ে যায়। লেভানডোস্কির পাস থেকে গোল করেন কিমিচ। ২৪ মিনিটে নিজেই গোল করেন লেভানডোস্কি। ৩৩ মিনিটে সফরকারীদের লুকাস হোলার একটি গোল পরিশোধ করেন। ৩৭ মিনিটে লেভার নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে বিদেশী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন লেভানডোস্কি। ২০১৬-১৭ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৩১ গোলে রেকর্ডটি গড়েছিলেন গ্যাবনের পিয়েরে-এমেরিক অবামেয়াং। শিরোপা নিশ্চিত করার ম্যাচে জয়সূচক গোলে রেকর্ডটি ছুঁয়েছিলেন লেভা। লীগে সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা ৩৩। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল ৪১ ম্যাচে ৪৮।
×