ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২২:০৫, ৬ জুন ২০২০

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় শুক্রবার দিনে প্রকাশ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টার (৩৮) খুন হয়েছেন। মসজিদের গেটের সামনে তাকে কুড়াল দিয়ে কোপান হয়। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকান্ড ঘটতে পারে পুলিশসহ একাধিক সূত্র ধারণা করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিস্টার শাকপালা বাসস্ট্যান্ড মসিজদের গেট দিয়ে ভেতরে ঢুকছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুড়াল দিয়ে উপর্যপুরি কোপায়। কোপানর পর তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিস্টার একই মসজিদের জুমার নামাজ আদায় করতেন। তিনি শাকপালা এলাকার আরমান হোসেনের ছেলে। পুলিশ জানায়, নিহত মিস্টারের বিরুদ্ধে চার হত্যা মামলাসহ ৮/৯টি মামলা রয়েছে। সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। ঘটনাস্থলে কুড়াল পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কিলিং মিশনে প্রকাশ্যে তিনজন থাকলেও মোটরসাইকেলে আরও একটি গ্রুপ ছিল বলে পুলিশ ধারণা করছে। হত্যাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে মোট কতজন এই হত্যাকান্ডে অংশ নেয় তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। একটি সূত্র জানিয়েছে, এলাকায় অধিপত্য ও পূর্ব শত্রুতার জেরধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। জেলা স্বেচ্ছাসেবক লীগ অবিলম্বে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
×