
ছবি: সংগৃহীত
বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজের রাজকীয় বিয়ে নিয়ে এখন সরগরম পুরো দুনিয়া। ভেনিসে আয়োজিত এই বিয়েতে খরচ হয়েছে আনুমানিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের নামীদামী সেলিব্রিটিদের ভিড়ে চোখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের উপস্থিতি।
১৬ বছর ধরে বিবাহিত এই দম্পতিকে বিবেচনা করা হয়েছে ‘সেরা পোশাকে সজ্জিত’ অতিথি হিসেবে। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাদের মার্জিত পোশাক ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে।
তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক মিষ্টি মুহূর্ত—যেখানে জ্যারেড কুশনার একটি নৌকায় উঠার সময় ইভাঙ্কার জন্য ‘উইন্ডো সিট’ চেয়ে অনুরোধ করেন। এক লিপ-রিডার অনুসারে, কুশনার নৌকার এক কর্মচারীকে বলেন, “She'd like to sit down by the window”— অর্থাৎ ‘তিনি জানালার পাশে বসতে চান।’ এরপর ইভাঙ্কা কৃতজ্ঞতার সঙ্গে কর্মীদের ধন্যবাদ জানান এবং কুশনার বলেন, “Let’s go”।
ইভাঙ্কা এই অনুষ্ঠান উপলক্ষে তার স্বামী ও সন্তানদের সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ছেলেমেয়েদের ক্লাসিক পোশাক ও তাদের ফ্যামিলি লুক ব্যাপক প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে।
জানা গেছে, ইভাঙ্কা অনুষ্ঠানে টনি ওয়ার্ড, অস্কার দে লা রেনটা ও ক্যারোলিনা হেরেরা’র ডিজাইনে সজ্জিত ছিলেন। তার প্রতিটি সাজে ছিল ঐতিহ্য, আধুনিকতা ও আভিজাত্যের চমৎকার মেলবন্ধন।
মুমু ২