ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে করোনা জয়ী ১০১ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা

প্রকাশিত: ১৯:২০, ১ জুন ২০২০

নারায়ণগঞ্জে করোনা জয়ী ১০১ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ প্রশাসন। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত জেলা পুলিশ লাইনে করোনা বিজয়ী ১০১ জন পুলিশ সদস্যকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় করোনা বিজয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা প্রমুখ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জে কর্মরত ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। বাকি ৪৮ জন সদস্য এখনো করোনার সাথে যুদ্ধ করছেন। তাদের সবাই পুলিশের নির্মিত আইসোলেশন সেন্টারে অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তাদের সবাই সুস্থ আছেন। তিনি আরো জানান, নারায়ণগঞ্জে এতো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। আশাকারি বাকি পুলিশ সদস্যরা সুস্থ হয়ে দ্রুতই কাজে যোগদিতে পারবে। এদিকে নারায়ণগঞ্জ বিজয়ী পুলিশ সদস্যরা জানান, রাস্তায় জনসমাগম প্রতিরোধ ও করোনার ভয়বাহ পরিস্থিতিতে আমার রাস্তায় কাজ করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলাম। কিন্ত আক্রান্ত হওয়ার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের চিকিৎসাসহ খাবার দাবারসহ সার্বিক বিষয় তদারকি করেন। যে কারণে অসুস্থ থাকার সময় আমাদের মনোবল চাঙ্গা ছিলো। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে জেলায় আরো ২ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১শ’ ৩৫জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯শ’ ২৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৮শ’ ৬ জন। জেলা সিভিল সার্জনের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
×