ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যু ও আক্রান্তে ভারতের রেকর্ড

প্রকাশিত: ২২:৫১, ৩১ মে ২০২০

মৃত্যু ও আক্রান্তে ভারতের রেকর্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে রেকর্ডসংখ্যক মানুষের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একদিন পরপর স্কুল করবে শিক্ষার্থীরা। তবে আশার কথা হচ্ছে ভিয়েতনামে গত ৪০ দিনেও কোন করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশ স্পেনকে ছাড়িয়ে গেল ব্রাজিল। লাতিন আমেরিকার অপর দেশ মেক্সিকোয় মৃতের সংখ্যা এখন দশ হাজারের কাছাকাছি। ইউরোপের দেশ স্পেন করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছে। সেখানে একদিনে মাত্র দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে ২৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছে হাজারেরও বেশি মানুষ। খবর বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, ইন্ডিপেন্ডেন্ট, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটারের। মাত্র ছয় মাসের মধ্যেই বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। গত বছরের শেষদিন চীনের উহানে প্রথমবার শনাক্তের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্তত ২১৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৯০ হাজার ৭৭৪ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ লাখ ৯৮ হাজার ৬০০ জন। এখনও চিকিৎসাধীন ৩০ লাখ ৮ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ৫৩ হাজার ৭৩৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ভারতে রেকর্ড মৃত্যু ॥ একদিনেই সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের পাশাপাশি সবচেয়ে বেশি মৃত্যুও দেখল ভারত। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত ও ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কেবল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাতেই নয়, একদিনে সর্বোচ্চ ১১ হাজার ২৬৪ জন সুস্থও হয়েছে। মোট ১ লাখ ৭৪ হাজার ৩৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সরকারী হিসাবেই কোভিড-১৯ এ মৃত্যু ৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে; আক্রান্তদের মধ্যে ৮০ হাজারের বেশিই ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। স্পেনকে ছাড়াল ব্রাজিল ॥ ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার দেশটিতে নতুন ১ হাজার ১২৪ কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল শুক্রবারই মৃত্যুর তালিকাতেও স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকারী হিসাবেই ৪ লাখ ৬৫ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। দুই লাখ ৩৮ হাজারের বেশি জ্ঞাত আক্রান্তের স্পেনে কোভিড-১৯ ২৭ হাজার ১২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে। মেক্সিকোতে আরও ৩৭১ ॥ মেক্সিকোতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় সেখানে এরই মধ্যে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি হয়ে গেছে। নতুন করে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২২৭। একদিনেই মারা গেছেন ৩৭১ জন। এক সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৯ হাজার ৪১৫ জন। যুক্তরাষ্ট্রে আরও ১১৯৩ মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে একদিনেই নতুন করে ২৪ হাজার ২৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ১৯৩ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা এ কথা জানিয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৯৪ হাজার ১৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ চার হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। জাপানে ফের বেড়েছে সংক্রমণ ॥ করোনার সংক্রমণ কমতে শুরু করায় জাপান সম্প্রতি দেশজুড়ে জারি করা জরুরী অবস্থা প্রত্যাহার করে। তারপর টানা চারদিন সেখানে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার নতুন করে ৭৫ জন আক্রান্ত ছাড়াও আরও ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৬ জনে। ৮৯৯ জন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর কিতিয়াকিউসু শহরে নতুন করে ২৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
×