ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নুতন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:১২, ২৮ মে ২০২০

ঠাকুরগাঁওয়ে নুতন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলায় বুধবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার রহিমানপুরে ১ জন পুরুষ ও ১ জন নারী, পীরগঞ্জের ইনুয়া গ্রামে ১ জন পুরুষ এবং হরিপুরের জীবনপুরে ১ জন নারী। এ নিয়ে জেলায় মোট ৬৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ১২ জন, বালিয়াডাঙ্গীতে ১৮ জন, রাণীশংকৈলে ৬ জন, হরিপুরে ১৭ জন ও পীরগঞ্জে ১৪ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু নেই এবং ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও জেলা থেকে গত ২৬ মে ২৯ জন ও ২৭ মে ১৪ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত ১৩৮২ জনের নমুনা পাঠানো হয়েছে।
×