ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর কেউ ঈদের ছুটিতে যাচ্ছেন না

প্রকাশিত: ২২:১১, ২৩ মে ২০২০

পদ্মা সেতুর কেউ ঈদের ছুটিতে যাচ্ছেন না

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর কেউ ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে না, দেশী-বিদেশী ৫ হাজার কর্মী ঈদ করছেন প্রকল্প এলাকায়। পুরো প্রকল্প এলাকা আইসুলেটেট। প্রকল্প থেকে কেউ বেরুচ্ছে না বা, কেউ ভেতরেও আসছেন না। তাই এই ঈদের ছুটিতে কেউ বাড়ি গেলে আবার প্রকল্পের ভেতরে আসা হবে ঝুঁকিপূর্ণ। এছাড়াও করোনা সংক্রমণরোধে স্ব স্ব স্থানে থেকেই ঈদ উদ্যাপনে প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়েছেন, প্রকল্পটির শতভাগ কর্মী। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেয়ান মোঃ আব্দুল কাদের জনকণ্ঠকে জানান, পুরো এলাকা আইসোলেট রেখেই করোনা দুর্যোগেও স্বাভাবিক কাজকর্ম চলছে। এতে কাজ চলমান থাকার পাশাপাশি এখানকার দেশী-বিদেশী কর্মীরাও ভাল আছেন। তাই সকলের স্বার্থের কথা বিবেচনা করে কেউ আমরা ছুটিতে যাইনি। সবাই কর্মস্থলে ঈদ কাটাবেন।
×