ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিটু করিমের পরিচালনায় তানিয়া বৃস্টি আহমেদ সাজুর ‘দিবাবলী’

প্রকাশিত: ১৮:১৬, ২২ মে ২০২০

লিটু করিমের পরিচালনায় তানিয়া বৃস্টি আহমেদ সাজুর ‘দিবাবলী’

অনলাইন ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালায় স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে প্রচার হবে বিশেষ একক নাটক ‘দিবাবলী’। ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় নাটকটি প্রচার হবে। মীর লিয়াকত আলীর গল্প ভাবনায় ‘দিবাবলী’ নাটকটি রচনা করেছেন আমিরুল ইসলাম। আর নাটকটি পরিচালনা করেছেন লিটু করিম। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আহমেদ সাজু ও তানিয়া বৃস্টি। আরও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, খলিলুর রহমান কাদেরী, সামিয়া নুর ফালাক, সুমনসহ আরও অনেকে। একটি হিন্দু পরিবার ও মুসলিম পরিবারের গল্প ‘দিবাবলী’ নাটকের মুল উপজীব্য। হিন্দু পরিবারের মেয়ে দিবা ( তানিয়া বৃষ্টি) মুসলিম পরিবারের ছেলে সাজু। একে অপরের ছোট বেলার বন্ধু। দুটি পরিবারের মধ্যে সামাজিকভাবে অনেক মিল। তবে দিবা ও সাজু মাঝে ভালবাসার কোন কালেই মেনে নেয়ার মত না। কেউ কারও ধর্ম জবাই দিয়ে ঘর বাঁধার সাহস দেখাতে পারে না। দিবা মাটি দিয়ে সাজুর মাথার অবয়ব বানানোর চেষ্টা করে। দুজন দুজনকে নীরবে ভালবেসে যায়। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটি প্রসঙ্গে অভিনেতা আহমেদ সাজু বলেন ঢাকার অদুরে সাভার কুমার পাড়ায় নাটকের শুটিং হয়েছে। গতানুগতিকের বাইরে গল্প নিয়ে নাটকটি একেবারেই গ্রামীন পরিবেশে নির্মাণ করা হয়েছে। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি করোনাকালীন এই ঈদে নাটকটি দর্শকদের ভিন্নমাত্রার আনন্দ দেবে।
×