ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাহরাইনে চালু হলো ‘প্রবাস বন্ধু কলসেন্টার’

প্রকাশিত: ০১:১১, ২১ মে ২০২০

বাহরাইনে চালু হলো ‘প্রবাস বন্ধু কলসেন্টার’

জনকণ্ঠ ডেস্ক ॥ বাহরাইনে চালু হলো প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার জন্য ‘প্রবাস বন্ধু কলসেন্টার’। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কলসেন্টারের উদ্বোধন করেন। খবর বাংলানিউজের। এ সময় ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাহরাইনে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের বাংলাদেশে ফেরত না পাঠানোর এবং সেদেশে কেউ অবৈধ থাকলে তাদের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘেœ চিকিৎসকদের কাছ থেকে এ সেবা নিতে পারবেন। পরে অন্য দেশেও এ সেবা চালু করা হবে।’
×