ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ১৯:২৬, ১১ মে ২০২০

ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১০ মে ॥ করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী। রবিবার সকালে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এটি স্থাপন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি মেজর সুলতানুল আরেফিন। মেজর সুলতানুল আরেফিন জানান, জীবাণুনাশক স্প্রে পয়েন্টটি কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা থেকে তৈরিকৃত। চলমান করোনাভাইরাস সংক্রমণরোধে কম খরচে জীবাণুনাশক কাঠামোটি সেনাবাহিনীর একটি উদ্যোগ। এর মধ্য দিয়ে পাঁচ সেকেন্ডে একজন ব্যক্তির সম্পূর্ণ দেহে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক তরল ছিটানো যাবে। মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় জনবহুল স্থানে এটি স্থাপন করা হয়েছে।
×