ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেহাল দশা মাগুরার পৌর এলাকার ॥ প্রধান দুটি বাজারের ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ চরমে

প্রকাশিত: ১৯:৫৩, ৯ মে ২০২০

বেহাল দশা মাগুরার পৌর এলাকার ॥ প্রধান দুটি বাজারের ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ চরমে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরা শহরের বড় দুটি বাজারের বেহাল দশা। এ দুটি বাজারে চান্দি ঘর না থাকায় খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে চরম দুর্ভোগের মধ্যে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। জানা গেছে , এক শ’ বছর আগে প্রতিষ্ঠিত মাগুরা পুরাতন বাজার। অন্যদিকে ব্রিটিশ আমল থেকে শহরের নতুন বাজরে সপ্তাহে দুইদিন হাট ও পরবর্তীতে নিয়মিত সকাল-বিকেল বাজার বসে আসছে। ৩০-৩৫ বছর আগে এ বাজার দুটিতে মাছ, মাংস ও সবজি বিক্রেতাদের জন্য দুটি পাকা চান্দি ঘর নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ । কিন্তু নিম্নমানের নির্মাণ কাজের কারনে একটি চান্দি ঘর পাঁচ বছর আগে অন্যটি তিন বছর আগে ভেঙ্গে ফেলা হয়। তার পর থেকে ব্যবসায়ীরা কেউ খোলা আকাশের নিচে আবার অনেকে মাথার ওপর পলিথিন ও চাঁটাইয়ের আচ্ছাদন দিয়ে ব্যবসা করে আসছেন। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষ করে শহরের প্রধান এই দুটি বাজারে ব্যবসায়িরা চরম কষ্টের মধ্যে ব্যবসা করে আসছেন। ব্যবসায়ীরা বলছেন, তারা নিয়মিত ট্যাক্স, খাজনা দিয়ে আসলেও নিরাপদে ব্যবসা করার জন্য পৌর কর্তৃপক্ষ কোন চান্দি ঘর নির্মাণ করছেন না। বারবার দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে শুধু আশ্বাস দিয়ে আসছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজার দুটিতে চান্দি ঘর না থাকায় যেমন ব্যবসারীরা বিপাকে পড়েছেন। রোদ, ঝড়, বৃষ্টি তাদের আশ্রয় নেয়ার জায়গা নেই। মাগুরা পৌরসভা মেয়র খুরশিদ হায়দার টুটুল বলছেন, অচিরেই বাজার দুটিতে ব্যবসায়ীদের জন্য চান্দি ঘর নির্মাণ করা হবে।
×