ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত ব্যক্তির মরদেহ এবং রোগী বহন করবে আঞ্জুমান

প্রকাশিত: ০৮:০১, ২৩ এপ্রিল ২০২০

করোনায় মৃত ব্যক্তির মরদেহ এবং রোগী বহন করবে আঞ্জুমান

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় লোকদের খাদ্য সহায়তা দিয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। একইসঙ্গে রোগী ও বেওয়ারিশ মরদেহ পরিবহনের নিয়মিত কার্যক্রমও আবার শুরু করেছে সংস্থাটি। এর আওতায় থাকছে করোনায় মৃত ব্যক্তির মরদেহ এবং রোগীও। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, দুই হাজার মানুষকে দুই মাসব্যাপী সহায়তা দেয়ার লক্ষে ইতোমধ্যে এক হাজার ২০০ জনকে এ কর্মসূচির আওতায় এনেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। আবার এরইমধ্যে তাদের তিন সপ্তাহের খাবারও বণ্টন করেছে। এখন চতুর্থ সপ্তাহের খাবার বন্টনের জন্য প্রস্তুতি আছে। বৃহস্পতিবার আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক জানান, বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করে রোগী ও বেওয়ারিশ মরদেহ পরিবহনের নিয়মিত কার্যক্রমও আবার শুরু করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ সেবায় করোনা আক্রান্ত রোগী ও করোনায় মৃত ব্যক্তির মরদেহের সব ধরনের পরিবহন ব্যবস্থাও অন্তর্ভুক্ত। বিষয়টি ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত ফোকাল পয়েন্টকে অবহিত করা হয়েছে। সব ধরনের রোগী ও মরদেহ পরিবহনে নিজ কর্মসূচির আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে মর্মে জানিয়ে দিয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
×