ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব নিজেই শ্রমিকদের পাওনা দেবেন

প্রকাশিত: ১১:০৭, ২৩ এপ্রিল ২০২০

সাকিব নিজেই শ্রমিকদের পাওনা দেবেন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাকিব আল হাসান এ্যাগ্রো ফার্মের শ্রমিকরা চার মাসের বেতন পান। তা পরিশোধ করা হয়নি। সাতক্ষীরায় সাকিবের এ ফার্মে বকেয়া দাবি করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ খবর ছড়িয়ে পড়ার পর ৩০ এপ্রিলের মধ্যে পাওনা পরিশোধের আশা মিলে। সাকিব নিজের ফান্ড থেকে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেবেন। তবে ঘটনা কি, কিভাবে ঘটল এবং সমাধান নিয়ে সাকিব নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দেরিতে সাড়া দেয়ার কারণে ক্ষমা চাচ্ছি। আমি সব তথ্য আর চিন্তা-ভাবনাগুলো একটু গুছিয়ে নিতে চাচ্ছিলাম, যেন আপনাদের সবার কাছে সত্যটা তুলে ধরতে পারি। যদিও আমার নামটা ওই এ্যাগ্রো ফার্মের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কিন্তু ব্যস্ত সূচীর কারণে এটিও আমার অন্যান্য কোম্পানির মতোই পার্টনাররা পরিচালনা করেন। আমি এগুলোর নিয়মিত খোঁজ রাখার বা ঘুরে দেখার সুযোগ খুব কমই পেয়ে থাকি। আপনারা জানেন যে বছরের বড় একটা সময় আমি দেশের বাইরে অবস্থান করি। আমাদের দ্বিতীয় সন্তান আসছে এবং এই পুরো সময়টায় আমি এ্যাগ্রো ফার্মের ব্যবসার ব্যাপারে কিছুই জানতাম না। মিডিয়ার মাধ্যমে শ্রমিকদের বিষয়টা আমি জেনেছি। আমার ব্যবসায়িক অংশীদাররা আমাকে জানায়নি যে, শেষ কয়েক মাসে আসলে কী হয়েছে? কিন্তু তারা কিছু শ্রমিককে ৩০ এপ্রিলের মধ্যে বেতন দিয়ে দেয়ার কথা বলেছিল। যদিও সব শ্রমিকের কাজ জানুয়ারিতেই শেষ হয়ে গেছে। তবু ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার প্রতিশ্রুতি দেয়ার পরেও শ্রমিকরা রাস্তায় নেমে এলো, বিক্ষোভ করল। সম্ভবত নিচু মানসিকতার কিছু মানুষের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। যাই হোক, বিষয়টা জানার সঙ্গে সঙ্গে এর গুরুত্ব অনুধাবন করে পুরো বিষয়টা সমাধানের উদ্যোগ নিয়েছি। তাদের বেতন আমার নিজের ফান্ড থেকে পরিশোধ করে দেব। কোন কোম্পানি প্রদত্ত অর্থ বা আমার অংশীদারদের থেকে নিয়ে নয়। আসলে আমি মনে করি এটা কোম্পানির অভ্যন্তরীণ একটা বিষয় যা অভ্যন্তরীণই থাকাই উচিত ছিল।’ সাকিব ভিত্তিহীন তথ্যের ব্যাপারে সতর্কও থাকতে বলেছেন, ‘জাতি হিসেবে আমি মনে করি, আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মনোযোগ দেয়ার এবং আমাদের উচিত মিথ্যা, ভিত্তিহীন তথ্যের ব্যাপারে সতর্ক থাকা এবং কঠোর হওয়া। আমার মনে হয় আরও গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের এখন নজর দেয়া উচিত। সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।’
×