ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই ভিক্ষুককে ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ বাড়ি

প্রকাশিত: ০৪:৪২, ২২ এপ্রিল ২০২০

সেই ভিক্ষুককে ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ বাড়ি

অনলাইন রিপোর্টার ॥ ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিমুদ্দিনকে (৮০) ঘর তুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ এসেছে। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে নাজিমুদ্দিন ভিক্ষা করে সংসার চালান। তার ছাপরা ঘরটি ভেঙে গেছে। ঘরটি মেরামতের জন্য দুই বছরে ১০ হাজার টাকা জমান তিনি। দেশে অবরুদ্ধ অবস্থার মধ্যে সম্প্রতি গান্ধীগাঁও গ্রামের কর্মহীন দরিদ্র মানুষদের ত্রাণ সহায়তা দিতে প্রশাসনের নির্দেশে তালিকা করা হয়। তখন পরিচয়পত্র দেখিয়ে নাজিমুদ্দিনকে তালিকাভুক্ত হওয়ার অনুরোধ করলে তিনি রাজি হননি। বরং তার জমানো ১০ হাজার টাকা উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে জমা দেওয়ার প্রস্তাব দেন। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের হাতে সেই টাকা তুলে দেন নাজিমুদ্দিন। এই খবর টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে প্রচার হয়। ইউএনও বলেন, নাজিম উদ্দিনের টাকা দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ আসে। নাজিম উদ্দিনকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
×