ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘কারও যেন খাবারের অভাব না হয়’

মুশফিকের অনুরোধ

প্রকাশিত: ১০:৪৯, ১৬ এপ্রিল ২০২০

মুশফিকের অনুরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রভাবে দুস্থ, অসহায়, গরিবরা বিপদে পড়েছেন। তাদের যেন খাবারের অভাব না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে অনুরোধ করেছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। মনে রাখবেন, আপনি এবং আপনার পরিবারের শুধু ভাল থাকলে চলবে না। আপনার আশপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন ভাল থাকতে পারে। সবাই যেন সুস্থ থাকতে পারে। কারও যেন খাবারের অভাবে দিন পার না করতে হয়, সেটা দেখার দায়িত্ব আমার, আপনার সবার।’ মুশফিক সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যারা জীবনঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের হৃদয় থেকে সালামও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সব আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’ সঙ্গে মুশফিক এও বলেছেন, ‘সবার চেষ্টাই পারে কঠিন এই সময়টা জয় করতে, দ্রুত সময়ে করোনাকে হারিয়ে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে।’ শুধু মুশফিক নন, বাকি ক্রিকেটাররাও দেশবাসীকে সতর্ক করেছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করেছেন।
×