ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৮:৪৬, ১৩ এপ্রিল ২০২০

 বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

কোভিড-১৯ আতঙ্কের মধ্যে বাদুড় নিয়ে গবেষণা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী বিভাগ। দেশের সব গবেষককে ই-মেইল করে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মানবদেহ থেকে অন্যান্য প্রাণীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ওই আশঙ্কায় বাদুড় নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছেন গবেষকরা। খবর এএফপির। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া স্বাক্ষাতকারে দেশটির বন্যপ্রাণী ও মৎস্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাস দ্রুত যেভাবে চরিত্র বদলাচ্ছে তাতে মানব শরীর ছাড়াও অন্য স্তন্যপায়ী প্রাণীরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাদুড়ের মধ্যে এই প্রাণঘাতী রোগ আদৌ ছড়িয়ে পড়তে পারে কি-না, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তারপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র। এর আগে বিড়াল, কুকুর এমনকি বাঘের দেহেও সন্ধান মিলেছে করোনাভাইরাসের। নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম আঘাত হানার পর এখন বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৮৪৫ জন। এতে প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৭৭৯ জনের।
×