ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজের সুরক্ষার ব্যবস্থা করুন ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৭, ৫ এপ্রিল ২০২০

 নিজের সুরক্ষার ব্যবস্থা করুন ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ এপ্রিল ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি করোনা পরিস্থিতির ব্যাখ্যা করে বলেছেন, এই দুঃসময়ে আমরা জনপ্রতিনিধিরা ঝুঁকি নিয়েও বাইরে আছি। আপনারা ঘরে থাকুন। নিজেই নিজের সুরক্ষার ব্যবস্থা করুন। শনিবার বেলা ১১টায় তিনি জেলা সদরের সার্কিট হাউসে সমাজসেবা অধিদফতরের হিজড়া, দুস্থ, অসুস্থ এবং দরিদ্রদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হিজড়াদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, হিজড়ারা সমাজের আর দশজনের মতোই সাধারণ মানুষ। তাদেরও সব রকমের নাগরিক অধিকার আছে। হিজড়াদের সমাজের মূল স্র্রোতধারায় নিয়ে আসতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান প্রমুখ।
×