ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপের বাজারে জিএসপি বাতিলের আবেদন খারিজ

প্রকাশিত: ০৯:০৪, ৩১ মার্চ ২০২০

ইউরোপের বাজারে জিএসপি বাতিলের আবেদন খারিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা (জিএসপি) বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত ২৪ মার্চ ওই আবেদন খারিজ করে ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়। সংস্থাটি জানায়, শ্রম ইস্যুতে ইইউ ন্যায়পাল কার্যালয়ের তদন্তে কোন ত্রুটি পাওয়া যায়নি। বাংলাদেশের শ্রমমান উন্নয়নে বেশ ভাল পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় কমিশন। যথাযথ যোগাযোগ রক্ষা করেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে, তা ইউরোপীয় কমিশন থেকেই নেয়া হবে। শ্রম অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন ২০১৬ সালে ইইউ এর ন্যায়পাল কার্যালয়ে বাংলাদেশের শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধা বাতিলের আবেদন জানায়। খুলনায় ব্যবসা প্রতিষ্ঠান ৭ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে খুলনার সকল ওষুধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্যান্য সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা খোলা থাকবে। সোমবার বিকেলে খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি অমিনুল হকের ই-মেইলে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস সতর্কে সরকারের যে কোন নির্দেশনা মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
×