ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিতরণ হচ্ছে ৮৫ টন চাল ও ৮ লাখ টাকা

প্রকাশিত: ০১:৪৭, ২৯ মার্চ ২০২০

হবিগঞ্জে বিতরণ হচ্ছে ৮৫ টন চাল ও ৮ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হবিগঞ্জের ৯ উপজেলায় অস্বচ্ছলদের মাঝে বিতরণ হচ্ছে ৮৫ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে চালানো হচ্ছে ক্যাম্পেইন। চাল বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। করোনা পরিস্থিতি চলাকালে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিতাভ পরাগ তালুকদার জানান, হবিগঞ্জ সদর উপজেলায় ৯ মেট্রিক টন চাল ও ৯০ হাজার টাকা, লাখাই উপজেলায় ৯ টন চাল ও ৬০ হাজার টাকা, শায়েস্তাগঞ্জে ৪ টন চাল ও ৪০ হাজার টাকা, মাধবপুরে ১০ টন চাল ও ১ লাখ ২০ হাজার টাকা, চুনারুঘাটে ১১ টন চাল ও ১ লাখ ১০ হাজার টাকা, নবীগঞ্জে ১৪ টন চাল ও ১ লাখ ৪০ হাজার টাকা, বাহুবলে ৭ টন চাল ও ৭০ হাজার টাকা, বানিয়াচংয়ে ১৫ টন চাল ও দেড় লাখ টাকা এবং আজমিরীগঞ্জে বিতরণ হচ্ছে ৬ টন চাল এবং ৬০ হাজার টাকা। তিনি আরো জানান, সরকারি বরাদ্দের উল্লেখিত পরিমানের কিছু অংশ শনিবার বিতরণ করা হয়েছে। বাকীগুলো প্রতিদিনই অস্বচ্ছলদের মাঝে বিতরণ করা হচ্ছে।
×