ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে ভোলায় ১৪ জনের দন্ড

প্রকাশিত: ০৮:২৬, ২৮ মার্চ ২০২০

 করোনা প্রতিরোধে  ভোলায় ১৪  জনের দন্ড

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ মার্চ ॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ভোলায় কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে প্রশাসন ও নৌবাহিনী। শুক্রবার সকাল থেকেই শহরের বরিশাল দালাল সড়ক, নতুন বাজার, বাংলা স্কুল মোড়, কালীনাথ রায়ের বাজারসহ বিভিন্ন এলাকা জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ ও নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে। জনগণকে সচেতন করতে ইতোমধ্যে নৌবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। জেলায় নৌবাহিনীর দুটি কন্টিনজেন্ট সদর ও চরফ্যাশন উপজেলায় অবস্থান করে মাঠে কাজ করবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কাজ করছে। এ শুক্রবার দুপুর পর্যন্ত মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় ভোলার বাংলাবাজার এলাকায় ১৪ জনকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও পিয়স চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালতে ওই ১৪ জনকে অর্থদন্ড প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানান। অন্যদিকে ভোলায় গত ২৪ ঘণ্টায় আজ দুপুর পর্যন্ত নতুন করে আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×