ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ১০:৩৫, ২৭ মার্চ ২০২০

উবাচ

অত প্রয়োজন নেই স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের এখনও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) অত প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনও আমাদের পিপিই অতটা দরকার নেই।’ বিষয়টি যদি স্বাস্থ্যমন্ত্রীর কথাকে কেউ এমনভাবে বিশ্লেষণ করে বলেন, সৃষ্টির শুরুতে যখন মানুষ ছিল তখন তো কোন কাপড় ছিল না। তখন মানুষ কাপড়ের বদলে গাছের ছাল বাকল বা প্রাণীর চামড়া শুকিয়ে পরত। এর আরও আগে গেলে তো কেউ কিছু পরত কি পরত না, সেই ইতিহাস অজানা। তাহলে কি এখনও তেমন...! এখন আমাদের পিপিইর প্রয়োজনীয়তার যুক্তি যদি এমন হয় তাহলে এমন বিশ্লেষণ যে কেউ করতেই পারেন। সারা বিশে^ করোনা ছড়িয়ে পড়ার পর করোনা কেন ছড়ায় কিভাবে প্রতিরোধ করা যায় সেগুলো সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীরা সতর্ক করেছেন। জানুয়ারিতে চীনে করোনা ছড়িয়ে পড়ার পর মার্চে এসেছে বাংলাদেশে। বাংলাদেশ নিজেকে তৈরি করার জন্য অনেকটা সময় পেয়েছে। মুখে যথেষ্ট প্রস্তুতির কথা বলা হলেও বাস্তবে কতটা প্রস্তুত তা বোঝা গেছে চিকিৎসকদের একটি বিবৃতিতে। নিজের ব্যর্থতা ঢাকতে যদি কেউ বলেন পিপিইর এতটা প্রয়োজন নেই তাহলে তাকে কি বলা যেতে পারে? বিস্মিত হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই বলা যায় কি? ঘরে ঘরে দুর্গ স্টাফ রিপোর্টার ॥ ঘরে বসেই যে যার অবস্থান থেকে সচেতনতার মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রু মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনাদের প্রধানতম দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হবো ইনশাল্লাহ। ঘরে বসেই সচেতনতার মাধ্যমে করোনার বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন।’ আবেগে চলে এসেছে স্টাফ রিপোর্টার ॥ ছয় মাসের জন্য সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। কিন্তু করোনা সংক্রমণের কথা ভেবে খালেদা জিয়ার মুক্তির সময় ভিড় না করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিএনপি মহাসচিবের এই আহ্বানে সাধারণ নেতাকর্মীরা সাড়া দেননি। খালেদা জিয়ার মুক্তির সময় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ^বিদ্যালয় এবং তার বাস ভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেছিলেন। এই পরিস্থিতি কেন হলো এবং করোনার সংক্রমণের জন্য খালেদা জিয়া ঝুঁকিতে পড়বেন কি না জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা নিষেধ করেছিলাম কিন্তু মানুষ আবেগে চলে এসেছে। বেশি আবেগী মানুষরাই করোনায় আক্রান্ত হচ্ছেন এ কথা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। বিদেশ ফেরতদের পৃথক থাকতে বলা হলেও আবেগে পরিবারের সঙ্গে মিশতে গিয়ে নিজে যেমন বিপদে পড়েছেন তেমনি পরিবার এবং দেশকে ঝুঁকিতে ফেলছেন। বিএনপি নেতাকর্মীরা কি আবেগে ভাসবেন না দলীয় প্রধানের নিরাপত্তা নিশ্চিত করবেন সেই দায়িত্ব তাদের।
×