ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প প্রশাসনের অনেকেই মানছেন না করোনা বিধি

প্রকাশিত: ১০:০৬, ২৬ মার্চ ২০২০

ট্রাম্প প্রশাসনের অনেকেই মানছেন না করোনা বিধি

করোনাভাইরাসের কারণে মার্কিন পররাষ্ট্র দফতর আন্তর্জাতিক ভ্রমণে অনুৎসাহিত করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি সপ্তাহে আফগানিস্তান সফরে গিয়েছিলেন। ইতোমধ্যে রাজধানীর সমগ্র ব্যামাগারগুলো বন্ধ হয়ে গেলেও চোখের ডাক্তার র‌্যান্ড পল এখনও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। সিনেটে তিনি রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করেন করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল জানার জন্য। তাতে যে ফলাফল আসে তা হলো পজেটিভ। এপি। এ মুহূর্তে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে করর্মদনের বিরুদ্ধে পরামর্শ দেয়া হয়েছে কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সচারচর করমর্দন করেন। যদিও তার প্রশাসনের জনস্বাস্থ্য কর্মকর্তারা তাকে সতর্ক করে দিয়েছেন যে, শারীরিকভাবে এই যোগাযোগটি সংক্রামক ভাইরাস ছড়াতে সহায়তা করতে পারে, তারপরও ট্রাম্পের করমর্দন অব্যাহত রয়েছে। এরূপ চর্চা কি সমাজিক দূরত্ব ঘুচাতে সহায়তা করে? ট্রাম্প প্রতিদিন হোয়াই হাউসে ব্রিফ্রিং করছেন এবং অন্য সিনেটর সদস্যরা তাকে ঘিরে দাঁড়িয়ে থাকেন। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নেতৃস্থানীয় কর্মকর্তাদের পরামর্শে পুরোদেশ অবরুদ্ধ করে রাখা হলেও ওয়াশিংটনে অনেক ক্ষমতাবান লোক এ নিয়ম মোটেই মানছেন না। তারা নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাফেরা করছেন। অন্যদিকে করোনার কারণে দেশটিতে ব্যবসা-বাণিজ্য লাটে ওঠার জো হয়েছে। মানব চরিত্র বিশ্লেষকদের অনেকে বলছেন, ‘করো যেটা আমি বলি, যেটা আমি করি সেটা করো না।’ পেনসিলভানিয়া ভার্সিটির ওয়ারটন স্কুলের অধ্যাপক মুরিস স্কুইজার বলেন, ‘আমরা যখন শক্তিশালী হয়ে উঠি, তখন আমরা নিজেদের বিশেষ কিছু ভাবতে থাকি, যতক্ষণ পর্যন্ত না আমাদের ওপর আইন প্রয়োগ করা হয়।’ মুরিস মানব চরিত্র ও তাদের সিদ্ধান্ত নেয়ার বিষয় নিয়ে গবেষণা করছেন। তিনি আরও বলেন, ‘আমরা যা চাই, আমরা তা করতেই অধিক পছন্দ করি। সাধারণ মানুষ যেটি করতে বাধ্য হয়, ক্ষমতাবানরা তা করতে বাধ্য হন না।’ পম্পেওর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেটি একটি ভিন্ন বিষয় এবং অঘোষিত সফর ছিল। সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এজন্য যে, অস্থিতিশীল আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের ভীতি সাম্প্রতিক আফগান-মার্কিন চুক্তিকে হুমকির মুখে ফেলতে পারে। চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য বাহিনীদের দ্রুত সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। পম্পেও সোমবার কাবুল সফর শেষ করে দেশে ফেরেন। এদিকে পম্পেওর ভ্রমণ সঙ্গীদের তামপাত্রা পরীক্ষা করে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে একটি ফেসমাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মোমিটার দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের জানান, পম্পেও ও তার সফর সঙ্গীরা কোয়ারেন্টাইনে থাকছেন না। কারণ আফগানিস্তানে করোনাভাইসের ঝুঁকি তেমনটা নেই। এছাড়া পম্পেওর আফগান সফর নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যেই হয়েছে। বিজ্ঞান ম্যাগাজিনে দেয়া সাক্ষাতকারে ট্রাম্পের করমর্দন বিষয়ে জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক এন্থনি ফাওচি জানান, ট্রাম্প হোয়াইট হাউসে কর্মরত স্টাফদের করমর্দন বিষয়ে অনুৎসাহিত করেছেন। বলেছেন, ‘আমরা এখন করর্মদন করব না। এছাড়া সংবাদ সম্মেলনে দূরত্ব বজায় রেখে দাঁড়াব।’
×