ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকেয়া বেতন দাবিতে জয়পুরহাট চিনিকলে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ মার্চ ২০২০

বকেয়া বেতন দাবিতে জয়পুরহাট চিনিকলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ মার্চ ॥ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে জয়পুরহাট সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল প্রায় ১০টায় চিনিকলের সামনের রাস্তায় বিক্ষোভ করে তারা। এ সময় তিন শতাধিক শ্রমিক জড়ো হয়ে গত ৩ মাসের বকেয়া বেতনের দাবি করেন। এক পর্যায়ে তারা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকরকে অবরুদ্ধ করে রাখেন। পরে বেতন পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩ ঘণ্টা পর দুপুর ১ টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহসভাপতি মসলেম হোসেন বিশ্বাস, সহসাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম মাহমোদ প্রমুখ। শ্রমিকরা জানান দীর্ঘ ৩ মাস বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
×