ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে সব স্কুল বন্ধ

উহান থেকে ২৩ বাংলাদেশী দিল্লী পৌঁছেছে

প্রকাশিত: ১০:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 উহান থেকে ২৩ বাংলাদেশী দিল্লী  পৌঁছেছে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান নগরে আটকাপড়া ২৩ বাংলাদেশী ভারত সরকারের সহায়তায় দিল্লী পৌঁছেছেন। ৮৯ জনের একটি দলের সঙ্গে বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা দিল্লী পৌঁছান বলে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে। খবর বিডিনিউজের। সেখানে বলা হয়, ওই উড়োজাহাজে ফেরা ভারতীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশীদেরও দিল্লীতে বিশেষ ব্যবস্থায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে জানান, ওই ফ্লাইটে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও মাদাগাস্কারের ৩৬ জন উহান থেকে দিল্লী পৌঁছেছেন। ভারতীয় বিমানবাহিনীর ওই পরিবহন বিমান চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে চীনের হুবেই প্রদেশে গিয়েছিল। ফিরতি যাত্রায় সেটি ১১২ জনকে নিয়ে ফেরে। জাপানের সব স্কুল বন্ধ ॥ নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে জাপানের সব স্কুল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন। সাময়িক বন্ধ হওয়া এসব স্কুল খুলবে আগামী এপ্রিলে। প্রায় ৯ শতাধিক জাপানী করোনাভাইরাস কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। জাপান টাইমসের খবরে বলা হয়, দিনের শুরুতে উত্তরের প্রদেশ হোক্কাইডোর স্থানীয় প্রশাসন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। এর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এলো। শিনজো আবে বলেন, ‘প্রতিটি অঞ্চলে বাচ্চাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যা আগামী এক বা দুই সপ্তাহ অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। সরকার অন্যদের মধ্যে শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হোক্কাইডোতে মঙ্গলবার একজন মারা যায়। ফলে দেশটিতে ক্রমেই করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা বাড়ছে।
×