ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেজাউল করিম খোকন

প্রতিবাদী তাপসি

প্রকাশিত: ১২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

প্রতিবাদী তাপসি

ডমিস্টিক ভায়োলেন্সের শিকার হলেও অনেক নারী মুখ ফুটে এ বিষয়ে কাউকে কিছু বলতে পারেন না। নীরবে সব ধরনের নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে যান। নিজ গৃহে স্বামীর হাতে নিত্যদিন মার খেলেও স্ত্রীটি পারিবারিক শান্তি বজায় রাখতে নিজের মানমর্যাদার কথা বিবেচনা করে চুপ থাকেন। এ রকম স্ত্রী ঘরে ঘরে অনেক রয়েছেন। অমৃতা স্বামীকে নিয়ে মোটামুটি সুখেই সংসার করছিল। কিন্তু একদিন এক পাটিতে স্বামী সবার সামনে রেগে গিয়ে অমৃতাকে চড় মারে। স্ত্রীর সম্মান মর্যাদার বিষয়ে মোটেও তোয়াক্কা করে না স্বামীটি। এ ঘটনায় চরমভাবে অপমান বোধ করে অমৃতা। স্বামীর কাছে লাঞ্ছিত হয়ে প্রতিবাদ জানাতে ডিভোর্স দেয় সে তার স্বামীকে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় পরিবারে এবং আশপাশে গোটা সমাজে তেমনি সামাজিক বাস্তবতার গল্প নিয়ে ‘থাপ্পড়’ ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে। নতুন এ ছবিটি মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। ‘থাপ্পড়’ ছবিটি পরিচালনা করেছেন গুণী মেধাবী চিত্রনির্মাতা অনুভব সিনহা। যিনি এর আগে ‘তুম বিন,’ ক্যাশ, ‘রা ওয়ান’, ‘মুলক’, ‘আর্টিকেল ফিফটিন’ প্রভৃতি সিনেমা নির্মাণ করে আলোচিত এবং প্রশংসিত হয়েছেন। তার এবারের নতুন সিনেমা ‘থাপ্পড়’ নিয়ে ইতোমধ্যে দর্শক সমালোচক মহলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়নও আগ্রহ সৃষ্টি হয়েছে। এ ছবিতে স্বামীর থাপ্পড়ের প্রতিবাদ জানানো তরুণী গৃহবধূ অমৃতার ভূমিকায় অভিনয় করেছেন তাপসি পান্নু। পরিচালক অনুভব সিনহার ‘মুলক’ ছবিতেও প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গত বেশ কয়েক বছরে একজন মেধাবী চৌকস অভিনেত্রী হিসেবে তাপসির সুনাম, খ্যাতি ও জনপ্রিয়তা ব্যাপক যদিও এর আগেই দক্ষিণী সিনেমায় তার অভিষেক হয়েছিল ২০১০-এ। গত ১০ বছরের অভিনয় জীবনে ‘পিঙ্ক’, ‘রানিং শাদি’, ‘দ্য গাজি এ্যাটাক’, ‘নাম শাবানা’, ‘জুদওয়া টু’, ‘দিল জংলি’, ‘সুরমা, মুলক’, ‘মন মারজিয়ান’, ‘বদলা’, ‘গেম ওভার’, ‘মিশন মঙ্গল’, ‘শাঁদ কী আখ’, ছবিগুলোতে নিজেকে বিচিত্র ধরনের রোলে তুলে ধরতে পেরেছেন চমৎকারভাবে। তাপসি পান্নুর মন মাতানো অভিনয় দর্শক সমালোচকের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। একজন দক্ষ যোগ্য এবং নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে তিনি নিজের একটি ভাল অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আজকাল তাপসি অভিনীত কোন ছবির প্রসঙ্গ এলে সবাই ধরে নেন ছবিতে সিরিয়াস সামাজিক কোন বিষয় তুলে ধরা হয়েছে সম্প্রতি তাপসি পান্নু এক সঙ্গে স্ক্রিন এবং ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডে ক্রিটিকস চয়েসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে চমক সৃষ্টি করেছেন। এর আগেও ‘পিঙ্ক’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার তিনি সেরা অভিনেত্রী বিবেচিত হয়েছেন সমালোচকদের বিশেষ পছন্দ ‘শাঁদ কী আখ’ ছবিতে অভিনয়ের জন্য তাপসি এ পুরস্কার লাভ করেছেন। এখানে তাকে ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। বয়স্ক নারীর ভূমিকায় দেখা গেছে তাদের দু’জনকেই। এ পর্যন্ত ২৭ বার বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন তাপসি। আর পুরস্কার পেয়েছেন ১৭টি। সিরিয়াস ধরনের সিনেমায় তিনি যেমন দুর্দান্ত শক্তিশালী অভিনয়ের স্বাক্ষর রাখতে পারেন একইভাবে পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতেও গ্ল্যামারাস আবেদনময় ইমেজে তুলে ধরতে পারেন। ‘জুদওয়া’ ছবিতে তাপসিকে তেমনি এক রোলে দেখা গেছে। ‘পিঙ্ক’ এবং ‘বদলা’ ছবিতে অমিতাভ বচ্চনের সহশিল্পী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনবদ্য অভিনয়ের মাধ্যমে। অমিতাভ নিজেই মুগ্ধ হয়েছেন তাপসির অভিনয়ে। আগামীতেও তার অভিনীত বেশ কয়েকটা হিন্দী ছবি আসছে। এর মধ্যে রয়েছে ‘লুপ লাপেটা’ সাবাস মিঠু, হাসিন দিলরুবা, রেশমি রকেট’ প্রভৃতি। বর্তমানে এ ছবিগুলোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পিঙ্কগার্ল তাপসি পান্নু। সাম্প্রতিক অভিনীত ছবি ‘থাপ্পড়’-এর বিশেষ প্রদর্শনী ও প্রচার নিয়েও এক ধরনের উত্তেজনার মধ্যে সময় পার করছেন তিনি। আপন গৃহে স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূদের একান্ত অনুভূতির প্রকাশ ঘটাতে তাপসির বাস্তবানুগ অভিনয় আবার ব্যাপকভাবে আলোড়ন তুলবে বলে ধারণা করা যায়।
×