ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উগ্রবাদের পরিণতি নিয়ে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম শুরু

প্রকাশিত: ১০:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 উগ্রবাদের পরিণতি নিয়ে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সহিংস উগ্রবাদের ভয়ানক পরিণতি সম্পর্কে সারাদেশে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। সারাবছর ধরে ধারাবাহিকভাবে এমন কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। বেসরকারী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি দিয়ে এমন কর্মকান্ড চালু করা হয়েছে। পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জনকণ্ঠকে জানান, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গীবাদ এমন একটি বিষয় যা চাইলেই রাতারাতি সমাজ থেকে নির্মূল করা সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শুধু গ্রেফতার করে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব নয়। কারণ এক পর্যায়ে গ্রেফতারকৃতদের অনেকেই জামিনে ছাড়া পেয়ে যায়। তারা আবার জঙ্গীবাদে জড়িয়ে পড়ে। যদিও এর পেছনে গভীর কারণ আছে। অনেক সময় জঙ্গীরা দলছুট হলে, তাদের হত্যা করে জঙ্গীরা। এটিও জামিন পাওয়ার পর জঙ্গীদের আবার জঙ্গীবাদে জড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ। সমাজে জঙ্গীবাদ কেন সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে সরকারের ভেতরে বাইরে রীতিমতো গবেষণা চলছে। বিশেষ করে উচ্চ শিক্ষিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ বা জঙ্গীবাদ ছড়িয়ে পড়ছে তার শেকড় অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। এজন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে এবং উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেমিনার করা হচ্ছে।
×