ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত ॥ আহত দুই

প্রকাশিত: ০৮:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 কচুয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত ॥ আহত দুই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় ডাকাতি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোরে বারুইখালি গ্রামের সোমেদ হাওলাদারের বাড়ি ডাকাতি করতে গেলে গণপিটুনির শিকার হয় ওই যুবক। এ সময় ওই এলাকার দুইজন আহত হয়েছে। পরে সকাল সাড়ে ৬টার সময় আহত যুবককে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার পরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলেন, বারইখালি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)। ওই পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে ভোরে ৫-৬ জনের একদল লোক সোমেদ হাওলাদারের বাড়িতে ঢোকে। বাড়ির সকলের ডাক চিৎকারে গ্রামের লোকজন বেরিয়ে আসে এবং ডাকাতরা লোকজনের সমাগম টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক গুরুত্বর আহত হয়।
×