ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাড়াইলে মাদক বিরোধী ফুটবল ম্যাচ

প্রকাশিত: ০৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

তাড়াইলে মাদক বিরোধী ফুটবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিববর্ষের অঙ্গীকার, মাদক রুখবে খেলোয়াড়-এই স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলায় শেষ হলো মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েল অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইলের ৪০ প্রতিভাবান খেলোয়াড় নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ শেষে এই প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেয় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে। যেখানে প্রতিপক্ষ কিশোরগঞ্জ সদরের ভূইয়া ফুটবল একাডেমির খেলোয়াড়রা। তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। জমজমাট এই ম্যাচে প্রথমার্ধে সাব্বির এর গোলে লিড নেয় তাড়াইল একাডেমি। দ্বিতীয়ার্ধে তাড়াইল একাডেমির অধিনায়ক দিদারের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে উল্লাসে মেতে ওঠে তাড়াইল এর সমর্থকরা। এই আয়োজনে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মুজিবুল হক (চুন্নু)। মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন এর স্মরণে আয়োজনের সার্বিক সহযোগিতা করেছেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস আল-আমিন।
×